{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পুরানো স্মার্টফোন হ্যাংমুক্ত রাখার ৪টি সহজ টিপস

প্রকাশঃ
অ+ অ-


শামীম আহমদ শাহান : পুরানো স্মার্টফোন হঠাৎ করে হ্যাং করা বা স্লো হয়ে যাওয়া খুবই সাধারণ একটি সমস্যা। এটি মূলত ফোনের র‍্যাম কমে যাওয়া, ইন্টারনাল স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়া এবং ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চলার কারণে ঘটে থাকে। তবে কিছু সহজ টিপস অবলম্বন করে আপনার পুরানো ফোনটিকে হ্যাং করা থেকে বাঁচাতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেই কার্যকরী উপায়গুলো:


১. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন


পুরানো স্মার্টফোন হ্যাং হওয়ার সবচেয়ে বড় কারণ হলো স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়া। তাই নিয়মিত যেসব অ্যাপ ব্যবহার করেন না, সেগুলো ফোন থেকে মুছে ফেলুন।

• কীভাবে অ্যাপ আনইনস্টল করবেন:

• যে অ্যাপটি মুছতে চান, সেটির আইকনের উপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন।

• এরপর App Info অপশনে যান।

• সেখানে Uninstall বাটন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

• বিশেষ টিপস: ভারী অ্যাপ, যেমন - Facebook এবং Messenger-এর পরিবর্তে সেগুলোর হালকা সংস্করণ বা Lite সংস্করণ ব্যবহার করুন। মূল Facebook অ্যাপের আকার যেখানে প্রায় ৭৪ এমবি, সেখানে Facebook Lite মাত্র ২ এমবি। এতে ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি থাকবে এবং হ্যাং হওয়ার সম্ভাবনা কমে যাবে।


২. ডেভেলপার অপশন থেকে অ্যানিমেশন কমান


পুরানো স্মার্টফোনের হার্ডওয়্যার সীমিত হওয়ায় গ্রাফিক্যাল ট্রানজিশন বা অ্যানিমেশনগুলো ফোনকে আরও স্লো করে দিতে পারে। এই সমস্যা সমাধানের জন্য অ্যানিমেশনগুলো বন্ধ করে দিন।

• ধাপগুলো:

• প্রথমে ফোনের Settings-এ যান।

• এরপর About Phone অপশনে গিয়ে Build Number-এর উপর দ্রুত ৭ বার ট্যাপ করুন।

• এরপর Settings-এ ফিরে এসে Developer Options খুঁজে বের করুন।

• সেখানে Window animation scale, Transition animation scale, এবং Animator duration scale অপশনগুলো Off করে দিন।

• এতে ফোনের গতি অনেক বেড়ে যাবে এবং হ্যাং করার প্রবণতা কমবে।

৩. অটো-সিঙ্ক বন্ধ করুন


অনেক সময় ব্যাকগ্রাউন্ডে চালু থাকা স্বয়ংক্রিয় সিঙ্ক প্রক্রিয়া ফোনকে ধীর করে দেয়। তাই অপ্রয়োজনীয় সিঙ্ক অপশনগুলো বন্ধ রাখুন।

• ধাপগুলো:

• Settings-এ যান।

• Accounts & Sync অপশনে ক্লিক করুন।

• যেসব অ্যাপ বা অ্যাকাউন্টের সিঙ্কের প্রয়োজন নেই, সেগুলোর সিঙ্ক বন্ধ করে দিন।

• এটি কেবল ফোনের পারফরম্যান্সই বাড়াবে না, বরং ব্যাটারির চার্জও সাশ্রয় করবে।

৪. ব্যাকগ্রাউন্ড সার্ভিস সীমিত করুন


পুরানো ফোনে ব্লুটুথ, ওয়াইফাই এবং লোকেশন সার্ভিস সবসময় চালু রাখা হ্যাং হওয়ার আরেকটি কারণ। কারণ এগুলো ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত কাজ করে।

• কী করবেন:

• শুধুমাত্র প্রয়োজন হলে ব্লুটুথ, ওয়াইফাই বা লোকেশন সার্ভিস চালু করুন।

• কাজ হয়ে গেলে সেগুলো বন্ধ করে দিন।

এই সহজ চারটি টিপস অনুসরণ করলে আপনার পুরনো ফোনকে হ্যাংমুক্ত রাখতে পারবেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন