{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

অক্টোবরে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ ২০২৫: প্রতিপক্ষ ও সময়সূচি চূড়ান্ত

প্রকাশঃ
অ+ অ-

 

 

ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।আলবিসেলেস্তাদের অক্টোবরের প্রীতি ম্যাচের সময়সূচি এখন একেবারেই নিশ্চিত। আন্তর্জাতিক বিরতিতে আলভিসেলেস্তাদের সামনে থাকছে দুইটি লড়াই। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচগুলো তাদের জন্য বিশ্বকাপের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। 
 


প্রথম ম্যাচটি ভেনেজুয়েলার  বিপক্ষে ১১ ই অক্টোবর ভোর ৬ টার সময় যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্টিত হবে এবং দ্বিতীয় ম্যাচটি পুয়ের্তো রিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৩ ই অক্টোবর অনুষ্ঠিত হবে। এই ম্যাচ গুলো ঘিরে ভক্ত সমর্থকদের মাঝে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে মায়ামি ও শিকাগোতে বসবাসরত ফুটবলপ্রেমীদের জন্য ম্যাচগুলো হয়ে উঠবে রীতিমতো উৎসব। যুক্তরাষ্ট্রের মাঠে আর্জেন্টিনার খেলা মানেই গ্যালারি ভর্তি সমর্থক, আর মেসিকে একনজর দেখার জন্য থাকবে ভক্ত সমর্থকদের উপচে পড়া ভিড়। 


যদিও ম্যাচগুলো প্রীতি ম্যাচ হিসেবেই আয়োজন করা হচ্ছে, তবুও এগুলো আলভিসেলেস্তাদের জন্য দারুণ প্রস্তুতির সুযোগ। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি নতুন ফর্মেশন ও কৌশল পরীক্ষার পাশাপাশি তরুণ খেলোয়াড়দেরও সুযোগ দিতে পারেন।

আগামী ২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামবে তারা। সেই লক্ষ্য পূরণের পথে প্রতিটি ম্যাচই তাদের জন্য মূল্যবান। এজন্য ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলা মানে দলকে আরো শক্তিশালী করে প্রস্তুত করার ভালো সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন